জলপাইগুড়ি: সরকারি স্বীকৃতি, মাসিক বেতনসহ একাধিক দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা শাখা।

AIUTUC অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে আশা কর্মীরা শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়—
✅ আশা কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে।
✅ ন্যূনতম মাসিক বেতন ১৫ হাজার টাকা করতে হবে।
✅ জরুরি অবস্থায় ছুটির অধিকার নিশ্চিত করতে হবে।
✅ কর্মরত অবস্থায় মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

জেলা প্রেসিডেন্ট পম্পা রায় জানান, গোটা রাজ্যজুড়ে আজকের দিনে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি পালিত হচ্ছে। তিনি বলেন, “সরকার আমাদের শুধু সাম্মানিক ভাতা দেয়, কিন্তু মাসিক বেতন দেয় না। অবিলম্বে ১৫ হাজার টাকা মাসিক বেতন এবং সরকারি চাকরির স্বীকৃতি দিতে হবে।”
আশা কর্মীদের এই আন্দোলনে জলপাইগুড়ির স্বাস্থ্য দপ্তর কী পদক্ষেপ নেয়, সেদিকে নজর রয়েছে কর্মীদের।