জলপাইগুড়ি : ২০ বছর পর মিলল স্বীকৃতি। সুনাম ও সম্মান একসঙ্গে হাতে পেলেন জলপাইগুড়ির মার্চেন্ট রোডের ব্যবসায়ীরা।
২০০৫ সালে গঠিত হয়েছিল মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি, কিন্তু সদস্যরা এতদিনেও পাননি কোনও আনুষ্ঠানিক শংসাপত্র। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সমিতির প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হল সেই বহুপ্রতীক্ষিত শংসাপত্র।
এক গর্বের, এক আবেগের মুহূর্ত—কারণ এই শংসাপত্র শুধু একটি কাগজ নয়, বরং তা প্রত্যেক ব্যবসায়ীর দীর্ঘদিনের পরিশ্রম, লড়াই আর আস্থার সিলমোহর।
এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেওয়া হয় এই শংসাপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর সন্দীপ মাহাতো এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে এক ব্যবসায়ী বলেন, “এই শংসাপত্র আমাদের মর্যাদা দিয়েছে, আমাদের পরিশ্রমকে স্বীকৃতি দিয়েছে। এবার আমরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারব।”
এই উদ্যোগে খুশির হাওয়া ব্যবসায়ী মহলে। নতুন উদ্যমে পথ চলা শুরু করল মার্চেন্ট রোড, যেখানে স্বপ্ন আর সম্মান হাত ধরাধরি করে হাঁটে।