“গাছ লাগান, প্রাণ বাঁচান”- জলপাইগুড়িতে পরিবেশপ্রেমী পদযাত্রায় বার্তা সবুজ ভবিষ্যতের

জলপাইগুড়ি, জুন ২৮ : পরিবেশ বাঁচাতে পথে নামলেন জলপাইগুড়ির নাগরিকেরা। শহরের পরিবেশপ্রেমী সংগঠন ‘প্রত্যুষা’ এবং জলপাইগুড়ি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে রবিবার বিকেলে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী পরিবেশ পদযাত্রা। শহরের মিলন সংঘ ময়দান থেকে পদযাত্রা শুরু হয়ে দেশবন্ধু পাড়া, বিবেকানন্দ পাড়া, পূর্ব অরবিন্দ নগর হয়ে শেষ হয় জাগ্রত সংঘের মাঠে। পদযাত্রায় অংশ নেন ওয়ার্ডের বহু বাসিন্দা, পরিবেশকর্মী ও ছাত্র-যুব প্রতিনিধিরা।

গত দুই মাস ধরে এই ওয়ার্ডের প্রতিটি গলিতে লাগানো হয়েছে বকুল, পলাশ সহ প্রায় ৩০০টি দেশীয় প্রজাতির গাছ। এই বৃক্ষরোপণ কর্মসূচিরই অংশ হিসেবে পদযাত্রার আয়োজন, যার মূল বার্তা—”গাছ লাগান, প্রাণ বাঁচান”।

Message of a green future at the eco-friendly march in Jalpaiguri

পরিবেশ পদযাত্রা শেষে জাগ্রত সংঘ মাঠে অনুষ্ঠিত হয় একটি পরিবেশ সচেতনতা সভা। সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট পরিবেশবিদ অধ্যাপক ডঃ রঞ্জিত মিত্র। উপস্থিত ছিলেন পরিবেশ ও সমাজকর্মী কৌশিক সিকদার, সুখেন্দু চক্রবর্তী, ২৩ নম্বর ওয়ার্ডের সিপিআই(এম) কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন (ধর), রঘুনাথ মজুমদার, নির্মাল্য সরকার, শুভাশিস সরকার, গণেশ ঘোষ সহ বহু বিশিষ্ট জন।

সভায় পরিবেশ রক্ষায় আরও বেশি করে গাছ লাগানোর উপর জোর দেওয়া হয় এবং অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করেন।

ডঃ মিত্র সভায় বলেন, “বৃক্ষ শুধু অক্সিজেন দেয় না, জলবায়ু নিয়ন্ত্রণ করে, জীববৈচিত্র্য টিকিয়ে রাখে। এই উদ্যোগ শুধু একটি ওয়ার্ড নয়, গোটা শহরের জন্য উদাহরণ হয়ে উঠুক।”

এই আয়োজন জলপাইগুড়ির নাগরিকদের মধ্যে পরিবেশ নিয়ে নতুন করে ভাবার স্পষ্ট বার্তা দিল, যেখানে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণ এখন শুধুই প্রকৃতিপ্রেম নয়, বরং আগামী প্রজন্মের বাঁচার লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *