জলপাইগুড়ি, ১লা মে: আসন্ন ১৬ই জুন কলকাতার কলেজ স্ট্রিটে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশ সফল করতে কোমর বেঁধে মাঠে নামল এসএফআই-এর জলপাইগুড়ি জেলা কমিটি। শুধু কলেজ স্ট্রিটের ডাক নয়, বুধবার শহরের রাজপথে মুখরিত হলো আরও কিছু জরুরি দাবিতে — যেমন চা বাগানের জরাজীর্ণ স্কুলগুলিকে পুরোনো রূপে ফিরিয়ে আনা, গণপরিবহনে ছাত্রছাত্রীদের জন্য হাফ পাস চালু করা এবং সাম্প্রতিক কাশ্মীর জঙ্গি হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জোরালো দাবি।
দিনের শুরুতেই এসএফআই-এর জেলা দপ্তর থেকে মিছিল যাত্রা শুরু হয়, যা শহরের নানা গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় জেলা দপ্তরে ফিরে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সভাপতি প্রনয় কার্জী, জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, জেলা সভাপতি সাব্বির হোসেন, সঙ্গিতা রায় সহ একাধিক ছাত্রনেতা।
এসএফআই নেতৃবৃন্দের দাবি, ছাত্রস্বার্থ ও দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও রকম আপস নয়। সময় এসেছে রাষ্ট্রের কাছে প্রত্যাশিত ন্যায্য অধিকার আদায়ের।