সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ ডিসেম্বর’২৩ : মিড ডে মিল কর্মীদের সরকারী কর্মীর স্বীকৃতি ও মর্যাদা দিতে হবে, সম কাজে সম বেতন সহ একাধিক দাবি তুলে আন্দোলনে নামলো সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা শাখা। বুধবার শহরের মাদ্রাসা মাঠে জমায়েত হয়ে শহরের বিভিন্ন এলাকায় মিছিল করে জেলাশাসক দফতরে সামিল হলেন মিড ডে মিল কর্মী ইউনিয়নের কর্মীরা। এদিন জেলাশাসক দফতরের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। সেখানে মিড ডে মিলের মহিলা কর্মীরা বিক্ষোভ দেখালেন।

এরপর জেলাশাসক দফতরে নিজেদের দাবিপত্র তুলে দিলেন ইউনিয়নের নেত্রীরা। দাবিগুলির মধ্যে রয়েছে মিড ডে মিলের কর্মীদের ২৬ হাজার টাকা বেতন দিতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মত ৬৩০০ টাকা বেতন দেওয়ার দাবি তোলা হয়। মিড ডে মিলের কর্মীদের সরকারি স্বীকৃতি প্রদান, মিড ডে মিলের কর্মীদের অবসরপ্রাপ্ত সময়ে পাঁচ লক্ষ টাকা।

প্রতি ২৫ জন পড়ুয়া পিছু একজন করে কর্মী নিয়োগ, মাতৃত্বকালীন স্ববেতন ছুটির দাবি, প্রতিবছরের দশ মাস নয় বারো মাসের বেতন সহ মোট ১৩ দফা দাবি তুলে ধরা হয়। ইউনিয়নের রাজ্য সম্পাদীকা সুনন্দা পন্ডা বলেন,”মাত্র দেড় হাজার টাকায় কর্মীদের চলে না। এই কারণে বেতন বাড়ানোর দাবি সহ একাধিক দাবি তোল হয়েছে।” মিড ডে মিল কর্মী রিঙ্কু রায় বর্মণ বলেন, আমরা খুবই খারাপ পরিস্থির মধ্যে রয়েছে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন চলবে।