বিশ্বজিৎ নাথ : শন গাছের আগাছার জঙ্গল থেকে উদ্ধার অগ্নিদগ্ধ এক মাঝবয়সী। জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের শ্যামনগর রাহুতা নতুন পল্লীর ঘটনা। সোমবার বিকেলে বিজয় পার্ষী নামে এক ব্যক্তিতে জঙ্গলের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় দেখেন স্থানীয়রা।

আশেপাশের জঙ্গলেও আগুন ধরেছিল। স্থানীয়দের কাছ থেকে পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়দের দাবি, আগুনে ওই ব্যক্তির শরীরের অর্ধেকাংশ পুড়ে গিয়েছে।

স্থানীয় কাউন্সিলর স্মৃতি ধরের স্বামী রতন ধর জানান, জঙ্গলের মধ্যে একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী। উনি পুলিশের কাছে জানিয়েছেন, নিজেই গায়ে আগুন লাগিয়েছেন।