শ্যামনগর রাহুতায় আগাছার জঙ্গল থেকে মাঝবয়সী উদ্ধার অগ্নিদগ্ধ অবস্থায়

বিশ্বজিৎ নাথ : শন গাছের আগাছার জঙ্গল থেকে উদ্ধার অগ্নিদগ্ধ এক মাঝবয়সী। জগদ্দল থানার অন্তর্গত ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের শ্যামনগর রাহুতা নতুন পল্লীর ঘটনা। সোমবার বিকেলে বিজয় পার্ষী নামে এক ব্যক্তিতে জঙ্গলের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় দেখেন স্থানীয়রা।

আশেপাশের জঙ্গলেও আগুন ধরেছিল। স্থানীয়দের কাছ থেকে পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়দের দাবি, আগুনে ওই ব্যক্তির শরীরের অর্ধেকাংশ পুড়ে গিয়েছে।

Middle-aged woman rescued from weed forest in Shyamnagar Rahuta burnt to death

স্থানীয় কাউন্সিলর স্মৃতি ধরের স্বামী রতন ধর জানান, জঙ্গলের মধ্যে একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী। উনি পুলিশের কাছে জানিয়েছেন, নিজেই গায়ে আগুন লাগিয়েছেন।

ভিডিওতে শুনুন বক্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *