ভারত-বাংলাদেশ সীমান্তর্তী রাজগঞ্জ ব্লকে এবছর হচ্ছে না মিলন মেলা

সংবাদদাতা, জলপাইগুড়ি : ভারত-বাংলাদেশ সীমান্তর্তী রাজগঞ্জ ব্লকে এবছর হচ্ছে না মিলন মেলা। উল্লেখ্য আগামীকাল শুক্রবার মেলা হওয়ার কথা ছিল। বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে জেলা শাসক, বিএসএফ পুলিশ সুপার নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়।

বৈঠকে বিএসএফ জানিয়ে দেয় জাতীয় নিরাপত্তা সহ বেশ কিছু সমস্যার জন্য তারা এই মিলনের অনুমতি দিচ্ছে না। ফলে কোনভাবেই এই মেলা করতে পারছে না জেলা প্রশাসন। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর জানিয়েছেন প্রতিবছরই এই মেলা হত। তবে করোনা পরিস্থিতির কারণে বিগত বছরগুলোতে মিলনমেলা হয়নি। এবার মেলা কমিটির পক্ষ থেকে আমাকে এবং জেলা শাসকের মিলন মেলা করার জন্য আবেদন করা হয়েছিল।

Milon Mela is not being held in Rajganj block on India-Bangladesh border this year

তিনি আরো বলেন আমরা জেলা শাসকের কাছে আবেদন করেছিলাম এবার ভারত বাংলাদেশ সীমান্তের গার্ডরা ভোলাপাড়া এলাকায় যাতে মিলন মেলা হয়। এই মিলন মেলার কে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশ দুই দেশের মানুষই কাঁটাতারের বেড়া দুপাশে ভিড় করেন। তিনি আরও বলেন বিভিন্ন সমস্যার কারণে এবছর মেলা হচ্ছে না। ১৯৫ নাম্বারের ব্যাটেলিয়ানের বিএসএফ কমান্ডেন্ট সুনীল কুমার বৈঠক শেষে জানান,, জাতীয় নিরাপত্তা সহ বেশ কিছু সমস্যার জন্য তারা মেলার অনুমতি দিচ্ছেন না বিষয়টি তারা জেলা শাসককে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *