শেষ বেলার প্রচারে ধুপগুড়িতে মিমি চক্রবর্তী ও ফিরহাদ হাকিমের রোড শো

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ সেপ্টেম্বর’২৩ : রবিবাসরীয় ভোট প্রচার জমে উঠেছে শহর ধুপগুড়িতে। রবিবার ধুপগুড়ি উপনির্বাচনের ভোট প্রচারের শেষ দিন। ডান বাম সব দলই সকাল থেকে প্রচারে সামিল। কেউ তাদের দলীয় সিম্বল নিয়ে ট্যাবলোর মাধ্যমে রোডশো করছে কেউবা আবার ডোর টু ডোর ভোট প্রচার করছে।

Mimi Chakraborty and Firhad Hakim's road show at Dhupguri in the final promotion

এদিন তৃণমুলের রোডশো শুরু হয় ধুপগুড়ির কলেজপাড়া থেকে। গোটা ধুপগুড়ি শহর পথ পরিক্রমা করে। ট্যাবলোয় অংশগ্রহণ করেন রাজ‍্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ-অভিনেত্রী তথা জলপাইগুড়ির মেয়ে মিমি চক্রবর্তী। এদিন দুপুরে তাদেরকে দেখতে ধুপগুড়ি শহরের দুই পাশে মানুষের ঢল লক্ষ্য করা গেছে।

সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, দিদি আমায় স্পেশালি বলেছে ধুপগুড়িতে যেতে ! আমার জন্মস্থান জলপাইগুড়ি! ধুপগুড়িতে বড়ো হওয়া। ভালবাসার জায়গা। মানুষের ভালোবাসা খুবই পেয়েছি। এদিন ধুপগুড়িতে এসে গ্রামের মানুষদের সঙ্গে দেখা হয়ে গেল! ভালো লাগছে।

রাজ‍্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মানুষের খুবই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে প্রচারে এসে দেখতে পেলাম। প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালী রায়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে ফিরহাদ সেই পুরোনো অস্ত্র তুলে ধরেন। তিনি বলেন, মিতালী রায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে সেইজন্য তাকে ভোটের টিকিট দেওয়া হয় নি। কলকাতার মহানাগরিক কটাক্ষ‍ করে বলেন, বিজেপিতো ওয়াশিং মেশিন। মিতালিকে এবার ফ্রেস করে নেবে বিজেপি।

অন‍্যদিকে এক এলাকাবাসী বলেন, মিমি চক্রবর্তীকে টেলিভিশনের পর্দায় দেখেছি! আজ সামনাসামনি দেখার সুযোগ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *