খোলামেলা হয়ে যোগা মিমির – ভিডিও দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের

পিনাকী রঞ্জন পাল : মিমি চক্রবর্তী – খ্যাতনামা টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ। উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরের মেয়ে মিমি এখন কলকাতা নিবাসী। ভীষন রকম স্বাস্থ্য সচেতন মিমি বাঙালী সিনেমা প্রেমীদের উপহার দিয়েছেন একাধিক হিট, সুপারহিট ছবি। “গানের ওপারে” ধারাবাহিকে “পুপে”র চরিত্রে অভিনয় করে তিনি লাইমলাইটে আসেন। যদিও তার অভিনয় জীবন শুরু হয়েছিল “চ্যাম্পিয়ন” ছবি দিয়ে। মিমির উলেখযোগ্য ছবির মধ্যে রয়েছে – বোঝেনা সে বোঝেনা, প্রলয়, শুধু তোমারি জন্য। ২০১৯ তিনি যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে জয়ী হন।

৩৪ বছর বয়সী এই অভিনেত্রী ভীষন স্বাস্থ্য সচেতন। বর্তমানে তিনি রয়েছেন উত্তরাখণ্ডে। সম্প্রতি উদযাপিত হয়ে গেল বিশ্ব যোগা দিবস। এই উপলক্ষে রাজনীতিবিদ থেকে শুরু করে সিনে জগতের স্টাররা যোগাভ্যাসের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। মিমিও পিছিয়ে নেই। মিমি বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ এক্টিভ। বিশ্ব যোগা দিবসে মিমির পোস্ট দেখে সকলের চক্ষুস্থির। বেশ খোলামেলা পোশাকেই ভিডিও পোস্ট করেছেন মিমি। পরে আছেন স্পোর্টস ব্রা আর জিম লেগিংস। চুল বাঁধা পনিটেলে। হাতে রয়েছে স্মার্ট ওয়াচ। নো মেকআপ লুকে ভিডিওতে ধরা দিয়েছেন তিনি। আর ভিডিওর শীর্ষক দিয়েছেন “শীর্ষাসন। বিশ্ব যোগা দিবসে আপনার জীবনে যোগা কে অন্তর্ভুক্ত করুন। দেখবেন আপনার জীবন বদলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *