হাইকোর্টের নির্দেশে তড়িঘড়ি মেয়েকে নিয়ে কলকাতা ছুটলেন মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী

জলপাইগুড়ি, ১৮ মে ২০২২ : পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী ও কন্যা অঙ্কিতা অধিকারী।

হাইকোর্টের নির্দেশ আসার পরেই মেয়েকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। মঙ্গলবার পেট্রো পণ্য এবং দৈনিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে একটি জনসভায় থাকাকালীন মন্ত্রী হাইকোর্টের নির্দেশ শুনতে পান, তার কিছুক্ষনের মধ্যেই সভা শেষ করে মেখলিগঞ্জ সার্কিট হাউসে কোচবিহার জেলার তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারেন তিনি। এরপরেই বাড়ি পৌঁছে মেয়ে কে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন। জলপাইগুড়ি রোড স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এখনো পর্যন্ত তিনি কোর্টের অর্ডার কপি হাতে পাননি। তবে জানতে পেরেছেন তাকে তলব করা হয়েছে। তাই তিনি মেয়েকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হচ্ছেন।

জলপাইগুড়ি রোড ষ্টেশনে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারি জানান,আমি শুনেছি হাইকোর্ট নির্দেশ দিয়েছে CBI দপ্তরে হাজির হতে। আমি এখন উত্তরবঙ্গে রাত আটটার মধ্যে কলকাতায় যাবো কী করে। আমি আগে কলকাতা যাই তারপর CBI দপ্তরে হাজিরার বিষয়টি নিয়ে কথা হবে। এটা কোর্টের বিষয় তাই এখন কিছুই বলা যাবে না। যখন আমার মেয়ে চাকরি পেয়েছে তখন আমি মন্ত্রী কিংবা বিধায়ক ছিলাম না। কেন আমাকে প্রভাব শালী বলা হচ্ছে জানি না। আমার সাথে মেয়ে যাচ্ছে। আমি কোর্টের ওর্ডার না দেখে কিছুই বলতে পারব না। যা কিছু বলা হচ্ছে এক তরফা বলা হচ্ছে।

অঙ্কিতা অধিকারী কে এই বিষয়ে জিজ্ঞেস করা হলেও তিনি কোনো উত্তর দেননি। এদিন কঠোর নিরপত্তার সঙ্গে কন্যাকে নিয়ে পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন পরেশ চন্দ্র অধিকারী ।

উল্লেখ্য, এসএসসিতে মেধাতালিকায় নাম না থাকলেও রাতারাতি মেধা তালিকার ওয়েটিং লিস্টের প্রথমেই নাম চলে আসে পরেশ চন্দ্র অধিকারীর মেয়ের। চাকরিও পান বাড়ির পাশের হাইস্কুলে। তৃণমূলে যোগ দেওয়ার ঠিক পরই এই ঘটনা নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। সেই মামলাতেই এবার বিপাকে পরেশ অধিকারী। এই মামলায় হাইকোর্ট মঙ্গলবার রাত আট টার মধ্যে সিবিআইয়ের দপ্তর নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছিল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *