খড়িবাড়ি: এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক নাবালক শ্রমিকের। সোমবার সকালে খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন বাজারু জোতের মেচি নদীর চরে বালি তোলার সময় এই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম কৃষ্ণা করুয়া, বয়স আনুমানিক ১৫ বছর। সে গৌরসিং জোতের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন মেচি নদীতে ট্রাক্টরে করে বালি বোঝাই করার কাজ চলছিল। বালি বোঝাইয়ের পর ট্রাক্টরটি যখন সরে যাচ্ছিল, তখন চলন্ত ট্রাক্টর থেকে পড়ে যায় কৃষ্ণা। এরপর ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী (SSB)-র জওয়ানরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা এমন দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন—নাবালক কীভাবে শ্রমিক হিসেবে এত ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত ছিল? প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এই দুর্ঘটনা ফের একবার শিশু শ্রম এবং অবৈধভাবে বালি তোলার কাজ ঘিরে প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে দিল।