বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে নিখোঁজ গৃহবধূ

কিবরিয়া হোসেন, ধুপগুড়ি, ২৩ অক্টোবর’২৩ : বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে নিখোঁজ এক গৃহবধূ। নিখোঁজ গৃহবধূকে খুঁজতে ধুপগুড়ির জলঢাকা বাজারে এসে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন স্বামী। নিখোঁজ গৃহবধুর নাম লক্ষ্মী রায় (১৮)। ঘটনা প্রসঙ্গে জানা যায় ময়নাগুড়ির ভোটপট্টি এলাকার যুবক সুখচান মন্ডলের সাথে হেলাপাকড়ির লক্ষ্মী রায়ের বিয়ে হয় দেড় বছর আগে।

Missing housewife pretending to go home for marriage

বাপের বাড়িতে অনুষ্ঠান থাকায় স্বামী সুখচান মন্ডল স্ত্রী লক্ষী রায়কে বাপের বাড়িতে দিয়ে আসে। এরপর বাপের বাড়ি থেকে 12 দিন আগে নিখোঁজ হয়ে যায় স্ত্রী লক্ষ্মী রায়। আত্মীয়-স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে গৃহবধূর খোঁজ না পেয়ে 18 অক্টোবর স্ত্রীকে ফিরে পেতে ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয় স্বামী সুখ চান মন্ডল।

অষ্টমীর সকালে স্ত্রীকে ফিরে পেতে জলঢাকা বাজারে এসে ঘোরাঘুরি করতে দেখা যায় গৃহবধুর স্বামীকে। তিনি জানান, অচেনা এক যুবক ফোন করে আমাকে হুমকি দিতে থাকে এবং জলঢাকা বাজারে আসতে বলে। নিখোঁজ গৃহবধর স্বামী আরো জানায়, আমার স্ত্রী আমাকে ফোন করে জানায় আমি এখানে থাকতে পারতেছি না আমি ফিরে যেতে চাই তোমার কাছে। যা শুনেই দুশ্চিন্তায় পড়ে যায় স্বামী সুখচান মন্ডল। নিখোঁজ স্ত্রীকে ফিরে পেতে প্রশাসনের কাছে কাতর আবেদন করছেন ওই যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *