নিজস্ব প্রতিবেদন | শিলিগুড়ি : ফুলবাড়ির এক নাবালিকার হঠাৎ নিখোঁজ হওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। পরিবারের চোখের আড়ালে ১৫ বছরের মেয়েটি উধাও হয়ে গেলে প্রথমে উৎকণ্ঠা, পরে সন্দেহ, এবং শেষে স্পষ্ট অভিযোগ- অপহরণ। পরিচিত যুবক সুমন বর্মনের (১৯) বিরুদ্ধেই উঠেছে এই অভিযোগ।
জানা গেছে, চলতি মাসের ৫ তারিখ হঠাৎই নিখোঁজ হয়ে যায় মেয়েটি। বাড়ির লোকেরা খোঁজ না পেয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই নাবালিকা এবং যুবক ফালাকাটায় আশ্রয় নিয়েছিল। কিন্তু পুলিশের তৎপরতায় সেখান থেকে পালিয়ে আবার ফিরে আসে শিলিগুড়িতে। অবশেষে বৃহস্পতিবার রাতে তিনবাত্তি মোড় এলাকা থেকে দু’জনকে উদ্ধার করে পুলিশ।
সুমনকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। অন্যদিকে, কিশোরীকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।