জলপাইগুড়ি, ৯ জুলাই: সকাল হতেই বনধের প্রভাব ধরা পড়ল জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে। যদিও জেলাজুড়ে বনধে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে, তবে ধূপগুড়িতে তা তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান। লাল পতাকা হাতে রাস্তায় নেমে পড়েন বনধ সমর্থকেরা। ধূপগুড়ি শহরের বাজার এলাকায় দোকান খুলতেই সমর্থকেরা উপস্থিত হয়ে দোকান বন্ধের অনুরোধ জানান। বনধের সমর্থনে শহর জুড়ে মিছিলও বের হয়।

অন্যদিকে, জলপাইগুড়ি শহরেও সকাল থেকে বনধ সমর্থকেরা সক্রিয় ছিলেন। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুরু থেকেই মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে তা নিশ্চিত করতেই বিভিন্ন এলাকায় পুলিশি টহল দেখা যায়।

ইতিমধ্যেই কিছু বনধ সমর্থককে আটক করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা করতে তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

জেলার কোথাও বড় ধরনের অশান্তির খবর না মিললেও, বনধ ঘিরে সাধারণ মানুষের মধ্যে দিনভর ছিল চাপা উত্তেজনা ও কৌতূহল।