রাস্তা সম্প্রসারণে গাছ কাটা নিয়ে বিধায়ক ও মেয়রের বিতর্ক

শিলিগুড়ি: শহরের এস এফ রোডে রাস্তা সম্প্রসারণের জন্য পুরনিগমের উদ্যোগে গাছ কাটা শুরু হতেই পরিবেশ সংরক্ষণের ইস্যুতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনায় মেয়র গৌতম দেবের বিরুদ্ধে সরব হলেন বিধায়ক শংকর ঘোষ।

এদিন গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক শংকর ঘোষ। গাছ কাটা বন্ধ করে তিনি জানান, “গাছ না কেটেও রাস্তা সম্প্রসারণ সম্ভব। পার্কিংয়ের জন্য জায়গা দরকার হলেও, পরিবেশের ক্ষতি না করেও তা করা যায়। বহু পুরনো এই গাছগুলিকে কাটা অমানবিক এবং অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত।”

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}

অন্যদিকে মেয়র গৌতম দেবের বক্তব্য ভিন্ন। তিনি জানান, “গাছ কাটা নয়, গাছগুলিকে পুনঃস্থাপন করার কাজ চলছে। এর আগেও গাছ পুনঃস্থাপন করে তাদের রক্ষা করা হয়েছে।” তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে বিরোধী পক্ষ আলোচনা করতে চাইলে, পুরনিগমে এসে কথা বলতে পারত। এভাবে অভিযোগ তোলার প্রয়োজন ছিল না।”

গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ি শহরে পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্য রক্ষার বিষয়ে বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে। দু’পক্ষের যুক্তির ভিত্তিতে কী পদক্ষেপ নেওয়া হয়, তা নিয়ে শহরবাসীর নজর এখন প্রশাসনের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *