সীমান্তে শান্তি-বার্তা নিয়ে উপস্থিত বিধায়ক—বেরুবাড়ি পরিদর্শনে মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে এলেন ড. প্রদীপ বর্মা (ভিডিও সহ)

জলপাইগুড়ি: ভারত-পাক সীমান্তে চলমান উত্তেজনার মাঝে রবিবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. প্রদীপ কুমার বর্মা পৌঁছান বেরুবাড়ি সংলগ্ন সীমান্তবর্তী এলাকায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি বাজার ও জনজীবনের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান।

এই দিন তিনি স্থানীয় বাসিন্দা, দোকানদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি জানান, “সংঘাত পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করেন, যা মুল্যবৃদ্ধির দিকে ঠেলে দেয়। আমরা সেটা রুখতেই এসেছি। এখানকার বাজার পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রিত রয়েছে, এবং মানুষ শান্তিপূর্ণ পরিবেশে আছেন।”

বিধায়ক আরও বলেন, “আমরা সবসময় সীমান্তবর্তী সাধারণ মানুষের পাশে আছি। যাতে কোনো সমস্যা বা বিভ্রান্তি তৈরি না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। মানুষের দুশ্চিন্তা দূর করাই আমাদের প্রাথমিক লক্ষ্য।”

এদিনের পরিদর্শনে স্থানীয়দের মধ্যে আশ্বস্ত ভাব দেখা যায়। অনেকে জানান, জনপ্রতিনিধির এই দ্রুত পদক্ষেপ তাঁদের মনে ভরসা জুগিয়েছে।

এই পরিদর্শন শুধুমাত্র রাজনৈতিক দায়িত্ব নয়, বরং সীমান্তবাসীর পাশে দাঁড়ানোর এক মানবিক বার্তা হয়ে উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *