বিধায়ক খগেশ্বর রায়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৯ জানুয়ারি’২৪ : দলীয় কাজ সেরে আসার পথে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার রাত সাতটা কুড়ি নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ব্লক জুড়ে।

ঘটনায় রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন। তিনি বলেন, লোকসভা নির্বাচনের আগে আমাকে ভয়ভীতি দেখানোর জন্য বিজেপি দলীয় দুস্কৃতিদের দিয়ে এই সব কাজ করছে। যদিও এই ধরনের ঘটনায় তিনি কোনো ভাবেই আতঙ্কিত বা পিছিয়ে আসবেন না বলে সাফ জানিয়েছেন।

অন‍্যদিকে বিজেপির বক্তব্য এই ঘটনা আসলে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল অথবা তৃণমূল কোম্পানির মালিক মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর টানার নাটক। বিজেপি নেতা শ্যাম প্রসাদ বলেন, লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাওয়াকে কেন্দ্র করে নব‍্য এবং আদিদের মধ্যে গোষ্ঠী দন্দ্ব চলছে, হয় এটা তারই ফল নয়তো প্রচারে আসার নাটক। পাশাপাশি খগেশ্বর রায়ের অভিযোগ খারিজ করে তিনি বলেন, বিজেপি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না।

জানা গেছে, ফুলবাড়িতে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের জনসভা করার কথা রয়েছে। সেই জনসভায় ভীড় জমায়েত করার জন্য রবিবার ব্লকের বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের সাথে ব‍্যস্ত ছিলেন বিধায়ক। তবে রবিবার সাতটা কুড়ি নাগাদ তিনি সন্ন‍্যাসীকাটা থেকে মাঝিয়ালি যাওয়ার পথে কুন্ড বাগান এলাকায় এই হামলা চালানো হয়েছে। পাথরের ঢিলের জেরে বিধায়কের গাড়ির কাঁচ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামান্য আঘাত পেয়েছেন খগেশ্বর রায়। ঘটনার বিষয়টি জেলা শাসক, পুলিশ সুপারকে তিনি জানিয়েছেন বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *