বিশ্বজিৎ নাথ, কলকাতা : প্রার্থী তালিকা ঘোষিত হতেই রাজ্য জুড়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভ অব্যাহত। ব্যতিক্রম নয় বিধায়ক মদন মিত্রের কামারহাটিও। প্রার্থী তালিকা মনপ্রুত না হওয়ায় শুক্রবার সন্ধেতে বিধায়ক মদন মিত্রকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূলের নিচুতলার কর্মীরা।

শনিবার দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, তাকে অন্ধকারে রেখেই প্রার্থী তালিকা রাজ্য দপ্তরে পাঠানো হয়েছে। দলীয় কর্মীদের সংযত থাকার বার্তা দিয়ে তিনি বলেন, প্রার্থী তালিকা নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলবেন। মদন মিত্র আরও বলেন, রাজ্যের সমস্ত দলীয় প্রার্থীর যাতে জয়লাভ করেন। তার জন্য শক্তি মায়ের কাছে তিনি পুজো দিলেন।