বন্যার দুঃসময়ে পাশে বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী – মেখলিগঞ্জে ত্রাণ বিতরণে মানবিক উদ্যোগ

মেখলিগঞ্জ, কোচবিহারঃ উত্তরবঙ্গজুড়ে টানা ভারী বৃষ্টিতে যখন নদী-খাল উপচে পড়ছে, ঠিক তখনই মেখলিগঞ্জ ব্লকের একাধিক এলাকা—৭২ নিজতরফ, ২৫ তিস্তা পয়েস্তি ও ৭০ মেখলিগঞ্জ—তীব্রভাবে বন্যাকবলিত হয়েছে। জলের তোড়ে বহু পরিবারের ঘরবাড়ি, ফসল, গবাদি পশু ভেসে গেছে। এমন কঠিন পরিস্থিতিতে শনিবার দুর্গতদের পাশে দাঁড়ালেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী।

এদিন তিনি নিজে উপস্থিত থেকে দুর্গত পরিবারের হাতে খাদ্য সামগ্রী, শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেন। তাঁর সঙ্গে ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনী, স্থানীয় পঞ্চায়েত সদস্য, দলের নেতৃত্ব, যুবকর্মী ও স্বেচ্ছাসেবীরা।

ত্রাণ শিবিরে ভিড় ছিল চোখে পড়ার মতো—কারও হাতে চাল-ডাল, কারও হাতে ওষুধ ও পানীয় জল। বিধায়ক নিজে প্রতিটি পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার খোঁজ নেন এবং আশ্বাস দেন, “মানুষের দুঃসময়ে পাশে থাকা — এটাই আমাদের রাজনীতির মূল দর্শন। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হয়, ততদিন আমরা মানুষের পাশে থাকব।”

MLA Paresh Chandra Adhikari stands by during the flood crisis - Humanitarian initiative in distributing relief in Mekhliganj

তাঁর এই মানবিক উদ্যোগে দুর্গত মানুষদের মুখে ফিরল একটুখানি হাসি, ফিরে এল বেঁচে থাকার সাহস। মেখলিগঞ্জের আকাশে এখনো মেঘের ঘনঘটা, কিন্তু মানুষের পাশে থাকা এই সহমর্মিতাই এনে দিল আশার আলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *