মালদা : মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল চুরি করে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় হাতেনাতে ধরা পড়ল এক যুবক।
আজ সকালে মহিলা পুলিশ কর্মী তার স্বামীর সঙ্গে ফোয়ারা মোড়ের একটি ডালপুরির দোকানে খেতে এসেছিলেন। সেই সময় এক যুবক তাদের পাশে এসে দাঁড়ায়। কৌশলে ওই মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে দুটি মোবাইল চুরি করে সে পালানোর চেষ্টা করে।
তবে মুহূর্তের মধ্যেই মহিলা পুলিশ কর্মী এবং স্থানীয়রা বিষয়টি টের পান। দ্রুত ওই যুবককে ধরে ফেলেন তারা।
ধৃত যুবককে প্রথমে স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
চুরির ঘটনায় স্থানীয়দের উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতায় বড়সড় ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ধৃত যুবকের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।