আসন্ন লোকসভা নির্বাচনে কারচুপি রুখতে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করতে চলেছেনির্বাচন কমিশন

অরুণ কুমার : আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করে আসন্ন লোকসভা নির্বাচনে সব রকম কারচুপিকে আর্টিফিসিয়ালি নিয়ন্ত্রণ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, বিশেষ করে ওয়েব কাস্টিং এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়েই আসন্ন লোকসভা নির্বাচনের বৈতরণী পার হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। চলতি সপ্তাহেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই বিষয়ে দফায় দফায় বৈঠক হয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ই-টেন্ডার হয়ে গেছে ওয়েব কাস্টিং নিয়ে। এবারের লোকসভা নির্বাচনে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়েই বিরোধীদের তোলা সব অভিযোগকে নস্যাৎ করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। যেখানে প্রযুক্তির মাধ্যমেই এবার এক নিমেষ ওয়েব কাস্টিং এর খুঁটিনাটি ধরা পড়বে জাতীয় নির্বাচন কমিশনের সকলের চোখে। উল্লেখ্য, এর আগে শাসক থেকে বিরোধী সকলেই অভিযোগ তুলেছিল নির্বাচন কমিশনের দিকে এই ওয়েবকাস্টিংকে নিয়ে। ব্রেক কাস্টিং ইউ বেশ কিছু জায়গায় খামতির অভিযোগ ছিল। কিন্তু এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করবে তাতে আর কোন অভিযোগের আঙ্গুল উঠবে না বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। এখন দেখার বিষয় একটাই নির্বাচন প্রকাশ হবার আগে থাকতেই জাতীয় নির্বাচন কমিশন এই প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ যেসব পদক্ষেপ গুলি করছে তাতে করে এখন এই রাজ্যে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কতটা সক্ষম হয় জাতীয় নির্বাচন কমিশন সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *