মাধ্যমিকের ফল ঘোষণার দিন মোহিত নগর বালিকা বিদ্যালয়ের অভিনব উদ্যোগ

জলপাইগুড়ি, ২ মে: যেখানে একদিকে জেলার সার্বিক ফলাফলের খবরে অনেকে হতাশ, সেখানেই আশার আলো দেখাল জলপাইগুড়ির মোহিত নগর কলোনি তারা প্রসাদ বালিকা বিদ্যালয়। এবছরের মাধ্যমিকে সফল ছাত্রীদের দিয়ে ফল প্রকাশের দিনেই গাছ লাগিয়ে উদযাপন করল তারা। রেজাল্টের আনন্দ এখন শুধুই নম্বরের মধ্যে সীমাবদ্ধ নয়, ছাত্রীদের হাতে আজ নতুন জীবন রোপিত হল।

Mohit Nagar Girls' School's innovative initiative on the day of Madhyamik results announcement

প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন জানালেন, “জেলার সার্বিক ফল প্রত্যাশামতো না হলেও আমাদের স্কুলের ছাত্রীদের পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো হয়েছে। দু’জন স্টার প্রাপ্ত ছাত্রী রয়েছে, বাকিরাও বেশ ভালো ফল করেছে। তাই এই আনন্দ ভাগ করে নিতে আমরা বেছে নিয়েছি সবুজ পথ।”

স্কুল চত্বরে ও সংলগ্ন রাস্তার ধারে যেখানে রোদে হাঁটাচলার অসুবিধা দীর্ঘদিনের, সেখানেই ছাত্রীদের হাতে রোপিত হল একেকটি বৃক্ষ। শুধু রোপণ নয়, গাছগুলির পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিয়েছে ছাত্রীরাই। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে এটি হবে স্কুলের এক স্থায়ী সংস্কৃতি—পরীক্ষার ফলাফলের দিন মানেই নতুন জীবনের অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *