জলপাইগুড়িতে পালিত হল মোহনবাগান দিবস

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৯ জুলাই ২০২২ : মোহনবাগান দিবস উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ি শহরের মোহনবাগান মেরিনার্স এর পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটিকে স্মরণ করে মোহনবাগান সমর্থকেরা। সকালে শতবর্ষ প্রাচীন মোহনবাগান ক্লাবের পতাকা উত্তলন করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

উল্লেখ্য, ১৯১১ সালের ২৯ জুলাই শিবদাস ভাদুড়ীর নেতৃত্বে ইস্ট ইয়র্কশায়ারকে ২-১ গোলে পরাজিত করেছিল সবুজ মেরুন। এ বিজয় বাঙালির ফুটবলে মোহনবাগানের বিপ্লব নামে পরিচিত। খেলায় দুটি গোল করেছিলেন শিবদাস ভাদুড়ি এবং অভিলাষ ঘোষ। শাসক ইংরেজরা কখনও ভাবতে পারেনি, তাদের কাছ থেকে ফুটবল রপ্ত করে খালি পায়ের বাঙালি দলের কাছে হারতে হবে। এমনই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল মোহনবাগান ফুটবলাররা।

এই দিনটি প্রসঙ্গে প্রবীণ মোহনবাগান প্রেমী প্রভাত ঘোষাল জানান, মাঝখানে করোনা সংক্রমণের জন্য এই আয়োজন দুবছর তেমন ভাবে পালিত করা সম্ভব না হলেও এবার আবার সবাই মিলে ২৯ শে জুলাই মোহনবাগান দিবস পালন করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *