জলপাইগুড়ি : জলপাইগুড়িতে ফের বানরের উপদ্রবে নাকাল সাধারণ মানুষ। কয়েক মাস শান্ত থাকার পর আবারও শহরের বিভিন্ন এলাকায় এক ঝাঁক বানর তাণ্ডব চালাচ্ছে। বিশেষ করে ক্লাব রোড এবং করলা নদীর আশপাশে বানরের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে।
স্থানীয়দের অভিযোগ, বানরের দল ঘরে ঢুকে খাবার লুট করছে। কারও রান্নাঘর থেকে ভাত-মাছ তুলে নিয়ে যাচ্ছে, কারও ব্যাগ থেকে ছিনিয়ে নিচ্ছে ফল-মিষ্টি। বাইরে কিছু রেখে দিলে, বিশেষ করে খাবার বা ছোটখাট জিনিসপত্র, মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাচ্ছে। ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর আগে শহরের বিভিন্ন এলাকায় বানরের উপদ্রব দেখা গিয়েছিল, কিন্তু কয়েক মাস ধরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। এখন আবার বানরের দল সক্রিয় হয়ে উঠেছে, যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে প্রশাসনের তরফে কী ব্যবস্থা নেওয়া হবে, সে দিকেই তাকিয়ে জলপাইগুড়ির বাসিন্দারা। তবে আপাতত নিজের খাবার এবং জিনিসপত্র আগের চেয়ে বেশি সাবধানে রাখতে বাধ্য হচ্ছেন শহরবাসী।