আকাশে উঁকি দিচ্ছে বর্ষার মেঘ; কর্মব্যস্ততা বাড়ছে বন্যা নিয়ন্ত্রণ কক্ষের কর্মীদের

সংবাদদাতা, জলপাইগুড়ি : এবারে ঘূর্ণিঝড় মোচার জন্য দশ দিন আগেই কাজ শুরু করেছিল জলপাইগুড়ি সেচ ভবনে অবস্থিত নর্থবেঙ্গল ফ্লাড কন্ট্রোল রুম। যদিও অন্যান্য বছর পয়লা জুন থেকে কাজ শুরু করে এই বিশেষ কন্ট্রোল রুম। এদিকে ইতিমধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, ৮ জুন কেরলে প্রবেশ করেছে। সাধারণত ১ জুন কেরলে প্রবেশ করে বর্ষা। এদিকে, আগামী রবি-সোমবারের মধ্যে উত্তরবঙ্গ দিয়ে বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।

বর্ষা আসন্ন, যার ফলে এখন থেকেই চব্বিশ ঘন্টা নজরদাড়ি শুরু করা হয়েছে বৃষ্টিপাত থেকে জলপাইগুড়ি সহ উত্তরের বিভিন্ন নদী গুলোর। এই প্রসঙ্গে বন্যা নিয়ন্ত্রণ কক্ষের শিফট ইনচার্জ দেবপ্রসাদ সাহা বলেন, এই মুহুর্তে আমরা সব দিক থেকেই প্রস্তুত এবং চব্বিশ ঘন্টা চালু থাকছে এই কন্ট্রোল রুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *