সংবাদদাতা, জলপাইগুড়ি : তীব্র দাবদাহের অবসান, নতুন ভোরের আলো ফোটার আগেই জলপাইগুড়ির মাটি স্পর্শ করলো বর্ষা।

প্রায় তিনটি সপ্তাহ ধরে মনে গেঁথে থাকা ৩৮, ৩৯ সংখ্যাটি যেন নিমেষেই মুছে গেল সোমবার সূর্যোদয়ের আগেই পারদ নেমে যেতে থাকলো দ্রুত। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে প্রকাশিত বর্ষার দিনপঞ্জি মিলে গেল জলপাইগুড়িতে।

নেমেছে বর্ষা। এতদিন প্রখর রোদের উত্তাপ মুখ বুজে সহ্য করে যাওয়া গাছের পাতাগুলো যেন বৃষ্টির জলের স্পর্শ আর মৌসুমী হাওয়ার তালে তালে নেচে উঠে স্বাগত জানালো জলপাইগুড়ির মাটিতে বর্ষা ২০২৩ কে।