জলপাইগুড়ি:- বুধবার জলপাইগুড়ি জেলা কার্যালয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য। জেলা কার্যালয়ে সংবর্ধনা ও বৈঠকে তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশে বলেন—“সীমান্তবর্তী জেলা হিসেবে আপনাদের দায়িত্ব অনেকটা বেশি। তাই তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই, কারণ তার কোনো অস্তিত্বই নেই গ্রাম বাংলায়।”

কর্মসূচিতে জেলার বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। শমিক ভট্টাচার্য তাঁর বক্তব্যে বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা দেন। আলোচনার বিষয়বস্তুতে উঠে আসে রবীন্দ্রনাথকে ঘিরে মালদা ও বাংলাদেশের প্রসঙ্গও।
রাজ্য সরকারের দুর্গাপুজো কার্নিভাল নিয়ে তিনি কটাক্ষ করে বলেন—“এবার দেখবেন মা দুর্গা স্যালুট নিতে নিতে যাচ্ছেন, আর আগামী বছর মা দুর্গাকে স্যালুট দিতে দিতে বিদায় নিচ্ছে, সেটা দেখবেন বাবুঘাটে।”

জলপাইগুড়ি জেলা অফিসের সভা ও সাংবাদিক বৈঠকের পাশাপাশি দুর্গাপুজো উপলক্ষে শহরের বুকস্টলও পরিদর্শন করেন রাজ্য বিজেপি সভাপতি।
জেলায় বিজেপির সাংগঠনিক কার্যকলাপকে আরও গতিশীল করার লক্ষ্যে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।