
ডিজিটাল ডেস্ক: নির্দিষ্ট সময়ের আগেই মা হলেন বাংলাদেশের জনপ্রিয় ও বিতর্কিত অভিনেত্রী পরীমনি (Porimoni)। বুধবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বাংলাদেশ মিডিয়া সূত্রের খবর, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় নিজের সন্তানের ছবি পোস্ট করেছেন পরীমনি। মা পরীমনি ও বাবা শরীফুল রাজ তাদের সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। অবশ্য সন্তানের জন্মের আগেই তার জন্য কেনাকাটা করে ফেলেছিলেন ‘পরীমনি’। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী।

সেইসাথে সন্তান জন্মের আগেই তার নামও ঠিক করে ফেলেছিলেন তারা। জানিয়েছিলেন, মেয়ে হলেন নাম রাখবেন ‘রানি’, আর ছেলে হলে নাম রাখবেন ‘রাজ্য’। পরীমনির মা হওয়ার পর তার সোশ্যাল হ্যান্ডেলে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর অসংখ্য অনুরাগী। উল্লেখ্য, ৪ বার বিয়ে করে বিতর্কে জড়িয়েছিলেন পরীমনি। অবশেষে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পঞ্চমবার বিয়ে করেন তিনি। বিয়ের পরেই অন্তঃসত্ত্বা হয়ে পরেছিলেন অভিনেত্রী।
Photo Credit- Porimoni official FB page.