সংবাদদাতা, জলপাইগুড়ি, ৬ আগস্ট’২৩ : বাবার মৃতদেহের পর মায়ের পচাগলা মৃতদেহ ঘরের ভেতরেই কয়েকদিন ধরে আগলে রেখেছিল কন্যা। ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হতেই বিষয়টি টের পান স্থানীয় বাসিন্দারা। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের ২১ নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকায়। ঘটনায় স্তম্ভিত স্থানীয় মানুষ।
মৃত মহিলার নাম অঞ্জলী কর্মকার (৬৫)। উল্লেখ্য গত বছর আগস্ট মাসে একই ভাবে বাড়ির মালিক অজিত কর্মকার (৮০) অবসরপ্রাপ্ত তিস্তা ব্যারেজের কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। তখনও অঞ্জলী দেবী ও তার মেয়ে অনিন্দিতা কর্মকার পচাগলা মৃতদেহ তিনদিন ধরে আগলে রেখেছিলেন। এবার মায়ের মৃতদেহ আগলে রাখার ঘটনা ঘটল। এদিন সকাল থেকে এলাকায় দুর্গন্ধ ছড়াতেই পড়শিদের সন্দেহ হয়। এদিকে গন্ধ ছড়াতেই কোতয়ালি থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা ।
