সাইবার সিকিউরিটি সেন্টার অব এক্সিলেন্সের সঙ্গে মউ স্বাক্ষর জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষের

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ মে ২০২২ : নজিরবিহীন ঘটনা, সাইবার অপরাধ দমন ও সচেতনতা বাড়াতে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের অধীন সাইবার সিকিউরিটি সেন্টার অব এক্সিলেন্সের সঙ্গে মউ স্বাক্ষর করলো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ। বহু সতর্কতার পরও ক্রমশ বাড়ছে সাইবার অপরাধ। হ্যাকার হানায় যেমন ব্যক্তিগত তথ্য লোপাট হয়ে যাচ্ছে, তেমনই সাইবার অপরাধীদের কারসাজিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাপিস হচ্ছে টাকা। ওয়েবসাইট হ্যাক হওয়ার কারণে মাঝে মধ্যে বিপাকে পড়তে হচ্ছে সরকারি বা বেসরকারি সংস্থাগুলিকেও। এই অবস্থায় পড়ুয়াদের সাইবার সিকিউরিটি নিয়ে গবেষণার পথ প্রশস্ত করে দিতে চলেছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ।

এবিষয়ে রাজ্যের ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেক্ট্রনিক্স দপ্তরের যুগ্ম সচিব সঞ্জয়কুমার দাস বলেন, এর ফলে উত্তরবঙ্গের পড়ুয়ারাও এবার সাইবার সিকিউরিটি নিয়ে বিস্তারিত গবেষণা করার সুযোগ পাবেন এবং পড়ুয়ারা ভবিষ্যতে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার হিসেবেও গ্রহন করতে পারবে।

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল অমিতাভ রায় বলেন, আমরা সাইবার সিকিউরিটি সেন্টার অব এক্সিলেন্সের সঙ্গে মউ স্বাক্ষর করলাম। যার ফলে সাইবার সিকিউরিটি নিয়ে বিস্তারিত গবেষণার সুযোগ পাওয়া যাবে, তেমনই এ ব্যাপারে সাধারণ মানুষের সচেতন হওয়ার সুযোগ আরও বাড়বে। রাজ্যের অন্য প্রান্তের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও এখন সাইবার অপরাধ উদ্বেগ বাড়াচ্ছে পুলিসের। প্রতারিত হচ্ছে মানুষজন। ফলে আমাদের এ ধরনের উদ্যোগ শুধু পড়ুয়াদের সুবিধা দেবে তাই নয়, বিভিন্ন সরকারি অফিস, স্কুল, এমনকী পুলিসও এ ব্যাপারে আগামী দিনে আমাদের সঙ্গে নিয়ে কাজ করতে পারবে। বলা যেতে পারে, পড়ুয়াদের জন্য আরও একটি নতুন দিগন্ত খুলে গেল বলে তিনি জানান।

এদিনের এই মউ সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৌশিক হালদার OSD, CSCoE,WB., অমিতাভ সেনগুপ্ত মেম্বার বোর্ড অব গভর্নর , অধ্যাপক চিন্ময় ঘোষ, অধ্যাপক গৌতম বৈরাগী, অধ্যাপক সুভাষ বর্মন সহ কলেজের অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষার সাথে যুক্ত কর্মীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *