রোদের ফাঁকে পাহাড়ের দেখা! জলপাইগুড়ি থেকে মোহিতনগর ফ্লাইওভার পর্যন্ত উঁকি দিল প্রকৃতির অপরূপ সৌন্দর্য

সংবাদ প্রতিবেদন, জলপাইগুড়ি, ২৭ মে : বৃষ্টির পর অবশেষে রোদের দেখা মিলেছে ঝলমলে আলোয়। আর সেই সূর্যকিরণে আজ মঙ্গলবার জলপাইগুড়ি যেন পেল এক অনুপম উপহার—সমতল থেকে দেখা মিলল ঝকঝকে পাহাড়ের।

জলপাইগুড়ি শহরের মোহিতনগর ফ্লাইওভার, রাজগঞ্জের ফাটাপুকুর সংলগ্ন এলাকা, এমনকি তিস্তার তীরবর্তী ফাঁকা স্থান থেকেও আজ স্পষ্ট দেখা গেছে পাহাড়ি রেখা। এই দৃশ্য নজর কাড়ে পথচারী ও স্থানীয়দের। বহু মানুষ থেমে ছবি তুলেছেন, কেউ কেউ আবার সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন এই বিরল দৃশ্যের অভিজ্ঞতা।

স্থানীয় এক তরুণী বলেন, “আজ রোদের মাঝে হঠাৎ চোখে পড়ল পাহাড়! এ যেন সত্যিই স্বপ্নের মতো। জলপাইগুড়ি থেকেও যে পাহাড় দেখা যায়, তা অনেকেই বিশ্বাস করতেন না।”

এদিকে, আবহাওয়া পরিস্থিতি খুব একটা স্থিত নয়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস।

সেইসঙ্গে ভরা কটাল ও নিম্নচাপের যুগল প্রভাবে সুন্দরবনে ইতিমধ্যেই শুরু হয়েছে দুর্যোগ। গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়ার এমন রূপ বদলের মাঝে, জলপাইগুড়িবাসী আজকের ঝলমলে সকাল ও পাহাড় দেখার আনন্দে মাতোয়ারা। যতদিন না আকাশ মেঘে ঢেকে যাচ্ছে, ততদিন প্রকৃতির এই উপহার যেন থেকে যায় স্মৃতির খাতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *