সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ সেপ্টেম্বর : উত্তরবঙ্গের আট’টি জেলাকে নিয়ে কামতাপুর পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে নামল জলপাইগুড়ি কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)। বুধবার শহরের রাজবাড়ি পাড়া জমায়েত হন কামতাপুর পিপলস পার্টির সদস্য-সদস্যরা। শহরে মিছিল করে বিভাগীয় কমিশনার দফতরের উদ্দেশে রওনা দেন। আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বিভাগীয় কমিশনার দফতরের সামনে। বিশাল পুলিশ বাহিনী রাস্তায় ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দিলেন।

এদিকে অপ্রীতিকর ঘটনা রুখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এবং রাস্তা আটকে দু’টি ব্যারিকেড করা হয় আন্দোলন কারীদের আটকাতে। প্রথম ব্যারিকেডে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। কামতাপুর পিপলস পার্টির দাবি, উত্তরবঙ্গ সব দিক থেকে বঞ্চিত হচ্ছে। রাজ্যের উন্নয়ন বিকাশ বলে কিছু নেই। ১৯৬৯ সাল থেকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবিতে তাঁদের আন্দোলন চলছে। কিন্তু কেন্দ্র ও রাজ্য সরকারের কোন ভূমিকা দেখা যাচ্ছে না বলে দাবি। সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রচারক জগদীশ বর্মন বলেন, “উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী আলাদা রাজ্যের দাবি যারা করবেন তাদের হাটু ভেঙে দেবে। এর তীব্র প্রতিবাদে জানাই। ক্ষমা না চাইলে আদালতে দ্বারস্থ হবো। এদিকে কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড) কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল কুমার রায় বলেন,” উত্তরবঙ্গের আট’টি জেলাকে নিয়ে আলাদা কামতাপুর রাজ্য করতে হবে অমিত শাহকে। পাহাড় থেকে সমতল সব জায়গা রয়েছে। রাজ্য সরকার আমাদের ভাবনাকে কি প্রধান্য দিচ্ছে সেটাই দেখার।” ডিভিশনাল কমিশনের দফতরে স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনের তরফে।