জলপাইগুড়ি, ২৭ মে ২০২২ : “চোর ধরো জেল ভরো” শিক্ষক নিয়োগে দুর্নীতির সাথে যুক্ত সকলকে শাস্তির দাবিতে এবিটিএ ও এবিপিটিএ আন্দোলনে নামলো । শুক্রবার জলপাইগুড়ির কদমতলা সংলগ্ন সমিতির দপ্তর থেকে শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা এবং প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ডিবিসিরোড হয়ে ডিপিএসসি দপ্তরে পৌছায় এবং ডিপিএসসি চত্বরে বিক্ষোভ কর্মসূচী করেন সমিতির নেতৃত্বরা।
শিক্ষক নেতা তথা এবিপিটিএ-র জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন মেধা তালিকা ভুক্ত চাকুরী প্রার্থীদের অবিলম্বে নিয়োগ দিতে হবে, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয়ে সচ্ছতার সাথে নিয়োগ করতে হবে, ডিপিএসসি’র গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে, অনৈতিক ভাবে স্কুল বন্ধ রেখে শিশু শিক্ষাকে ক্ষতিগ্রস্থ করা চলবে না। যারা শিক্ষক নিয়োগে দুর্নীতির সাথে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে। তিনি আরও বলেন , আমাদের আজকের এই দাবি সমূহ যদি কার্য্যকর না হয়। তাহলে আগামীত বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ রায়, কৌশিক গোস্বামী , কৃষ্ণ সেন সহ অন্যান্য নেতা নেত্রী ও শিক্ষক শিক্ষিকারা।