ডিজিটাল ডেস্ক : মা হওয়ার পর থেকেই দিন দিন যেন আরো বেশি সাহসী হয়ে উঠছেন তৃণমূলের সাংসদ অভিনেত্রী তথা বর্তমানে যশ ঘরণী নুসরাত জাহান (Nusrat Jahan)। একের পর এক বোল্ড লুকের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে চলেছেন। ছবি ঘিরে যতই কটাক্ষ ধেয়ে আসছে ততই আরো বেশি বোল্ড লুকের ছবি পোস্ট করছেন নুসরাত।

সম্প্রতি, এই সাংসদ অভিনেত্রী Summer Vibes শীর্ষক দিয়ে তিনটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে নুসরাত কে কমলা বিকিনিতে দেখা গেছে। ঊর্ধ্বাঙ্গে পরনে নীল সাদা পোশাকের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কমলা বিকিনি। নিম্নাঙ্গে পড়েছেন নীল সাদা প্লাজো। অভিনেত্রীকে দেখে বোঝার উপায় নেই যে তিনি কিছুদিন আগেই এক পুত্র সন্তানের মা হয়েছেন। এরকম চাবুক ফিগার ধরে রাখার রহস্য একমাত্র নুসরাতই জানেন।
Photo Credit- Nusrat Jahan official FB page.
Credit- Bengal BJP official FB page.