মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলা এখনও উৎসব মুখর দাবি সাংসদ অর্জুন সিংয়ের

বিশ্বজিৎ নাথ, কলকাতা : মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলা এখনও উৎসব মুখর। রবিবার বিকেলে ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুন্দিয়া হাই স্কুলের মাঠে বসন্ত উৎসবের সূচনা করে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। এদিন প্রথমে গোলঘর পার্কের সামনে থেকে সুন্দিয়া মাঠ পর্যন্ত বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। তারপর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন সাংসদ। এদিন সাংসদ বলেন, মিশ্র ভাষাভাষীর ভাটপাড়া ফের উৎসবের মেজাজে ফিরছে। আগে দোল-হোলি উৎসব মানেই মারপিট।

MP Arjun Singh claims that Bengal is still festive due to the inspiration of the Chief Minister

এখন সেই সংস্কৃতি অবশ্য দূর হয়েছে। বসন্ত উৎসবের সূচনা অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, সিআইসি অমিত গুপ্তা, স্থানীয় কাউন্সিলর সত্যেন রায়, নৈহাটি ব্লক তৃণমূল সভাপতি রানা দাসগুপ্ত, কাঁচড়াপাড়ার তৃণমূল নেতা ও নেত্রী যথাক্রমে সুজিত দাস ও সোমা দাস, তৃণমূল নেতা সঞ্জয় সিং, মন্নু সাউ, দীপক সাউ, গৌতম সরকার, টুম্পা বিশ্বাস, রাজ বিশ্বাস, বিভাস ঘোষ-সহ বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *