ব্যারাকপুর ঠান্ডা করতে সাংসদ অর্জুন সিং পাঁচন দাওয়াই দিলেন


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২২ নভেম্বর’২৩ : নিজের সংসদীয় ক্ষেত্র ব্যারাকপুরে মাঝে মধ্যেই হিংসার ঘটনা ঘটছে। বেশ কয়েকটি খুনের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার সন্ধেয় জগদ্দলের পুরানী তলাব এলাকায় তৃণমূল কর্মী বিক্কি যাদবও খুন হলেন।

MP Arjun Singh demanded Panchan to cool down Barrackpore

এই ব্যারাকপুরকে ঠান্ডা রাখতে সাংসদের দাওয়াই, হেরোইন বিক্রি বন্ধ করতে হবে। জুয়া খেলা বন্ধ করতে হবে। এলাকায় বৈদ্যুতিক হুকিং ব্যবসা বন্ধ করাতে হবে। অপরাধীদের স্থান হবে এলাকার বাইরে কিংবা জেলে। এই পাঁচ দফা দাওয়াই চালু হলেই শান্তি ফিরবে ব্যারাকপুরে, দাবি সাংসদ অর্জুন সিংয়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *