পুজোর উপকরনের মূল্য বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী অনুদানও বাড়িয়ে দিয়েছেন বললেন সাংসদ অর্জুন সিং


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২২ আগস্ট’২৩ : আসন্ন শারদ উৎসব উপলক্ষে মঙ্গলবার বিকেলে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে পুলিশ প্রশাসন ও পুজো কমিটি নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই প্রশাসনিক ও সমন্বয় বৈঠক সরাসরি ভার্চুয়ালি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছিল ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে। গত বছর দুর্গাপুজোর অনুদান ছিল ৬০ হাজার টাকা।কিন্তু এদিনের বৈঠক থেকে পুজোর অনুদান ১০ হাজার টাকা বাড়িয়ে ৭০ হাজার টাকা দেবার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকের ভার্চুয়ালি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর অনুদান বৃদ্ধিকে সাধুবাদ জানিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, পুজোর উপকরণের মূল্যও বেড়ে গিয়েছে।

MP Arjun Singh said that the chief minister has also increased the donation due to the increase in the price of puja materials

তাই দিদিও দশ হাজার টাকা অনুদান বাড়িয়ে দিয়েছেন। এতে বেজায় খুশি সমস্ত পুজো কমিটিগুলো। প্রশাসনিক বৈঠকের ভার্চুয়ালি সম্প্রচার অনুষ্ঠান দেখতে সাংসদ ছাড়াও হাজির ছিলেন মহকুমা শাসক সৌরভ বারিক, মহকুমা তথ্য ও সংস্কৃতি অধিকারিক সুস্মিতা হাতি, ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস, খড়দার চেয়ারপার্সন নিলু সরকার, নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় ও উত্তর ব্যারাকপুরের পুরপ্রধান মলয় ঘোষ। তাছাড়া পুলিশ কমিশনারেটের পদস্থ অধিকারিকরা এবং পুজো কমিটি গুলোর কর্তারা উপস্থিত ছিলেন।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *