ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় রাখার বার্তা সাংসদ অর্জুন সিংয়ের


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৩১ আগস্ট’২৩ : ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং হিন্দু-মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসবের সূচনা করেছিলেন।

তবে রাখিবন্ধন এখন শুধু ভাই-বোনের উৎসব নয়। রাখি বন্ধন উৎসব সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে পরিনত হয়েছে। কিন্তু ডিজিটাল দুনিয়ায় ভাই-বোনের মধুর সম্পর্ক ক্রমশ ফিকে হয়ে আসছে।

MP Arjun Singh's message to keep brother-sister relationship strong

নানাবিধ কারনে ভাই-বোনের সম্পর্ক পৃথক হয়ে যাচ্ছে। তাই ভাই-বোনের সম্পর্ক সুদৃঢ় রাখার বার্তা দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার ভাটপাড়ার ফক্কর নাথ শিব মন্দির কমিটির তরফে রাখিবন্ধন উৎসব পালন করা হয়।

আরো পড়ুন : বানারহাটের ওসিকে ধুপগুড়ি উপ নির্বাচন থেকে দূরে রাখার আবেদন বিজেপির

উক্ত উৎসবে হাজির হয়ে সাংসদ বলেন, ভাই-বোনের অটুট সম্পর্কের উৎসব এই রাখিবন্ধন। এদিন মন্দির কমিটির সদস্যরা ভাটপাড়া থানার পুলিশ কর্মীদেরও রাখি পরালেন। মন্দির কমিটির এহেন উদ্যোগে খুশি ভাটপাড়ার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *