বিশ্বজিৎ নাথ, কলকাতা : রাবনের ঘরে বিভীষণ জন্মায় জানা ছিল। কিন্তু রামের ঘরে বিভীষণ জন্মায় জানতাম না, ভাইপোর তৃণমূলে ফেরা নিয়ে প্রতিক্রিয়া দিলেন সাংসদ অর্জুন সিং। সাংসদের আক্ষেপ, ওরা দলের সঙ্গে গদ্দারি করলো। টিকিট না নিয়ে ওরা তৃণমূলে যেত। আসলে আগে থেকেই ওদের তৃণমূলের সঙ্গে বোঝাপড়া ছিল। সংসদের দাবি, রাজনীতিতে অনেক উত্থান-পতন হয়ে থাকে। কিন্তু এভাবে বেইমানি করা একেবারেই ঠিক হয়। এবার আঘাত সামলে ঘুরে দাঁড়াতে হবে। প্রসঙ্গত, শনিবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে নাম প্রত্যাহার করে নিলেন সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং। সৌরভ ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ড থেকে মনোনয়ন প্রত্যাহার করেন। এছাড়া গরুলিয়ার ১৭ নম্বর ওয়ার্ড থেকে সুনীল সিং এবং ১২ নম্বর ওয়ার্ড থেকে সুনীলের পুত্র আদিত্য সিং মনোনয়ন প্রত্যাহার করে নেন। সুনীল সিং সাংসদ অর্জুন সিংয়ের ভগ্নিপতি।
