সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ সেপ্টেম্বর : ফের করোনায় আক্রান্ত হলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। এই নিয়ে তিনি দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন। শুক্রবার জলপাইগুড়ি শহরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর র্যালিতে অংশ নিয়েছিলেন। শনিবার সকালে তিনি অসুস্থতা বোধ করেন। এরপর সেদিনই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। এরপর তার কোভিড টেস্ট করা হয়। রবিবার সন্ধ্যায় তার পজিটিভ রিপোর্ট আসে। রাতে তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে সাংসদ জয়ন্ত কুমার রায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শনিবার সকালে শরীরটা একটু অসুস্থ বোধ করায় জলপাইগুড়ি সদর হাসপাতালে ডাক্তারকে দেখাই ও ওনাদের পরামর্শ অনুযায়ী ভর্তি হই। ডাক্তারদের নির্দেশ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে কোভিড টেস্টও করা হয় ও রবিবার সন্ধ্যায় পজিটিভ রিপোর্ট আসে। আমি এমনিতে সুস্থ আছি কিন্তু ডাক্তারের পরামর্শে কয়েকদিন হাসপাতালেই ভর্তি থাকতে হচ্ছে। আমার বিশ্বাস দ্রুত সুস্থ হয়ে আবার আপনাদের কাছে ফিরে আসব।
Photo Credit- Dr.Jayanta Kumar Roy official FB page.