জলপাইগুড়ি, ২৪ জুন: চা বাগান শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার কড়া সুরে প্রতিবাদ জানালেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। সোমবার জলপাইগুড়ির ভবিষ্যনিধি ভবনে রিজিওনাল পিএফ কমিশনার পবন কুমার বনশালের সঙ্গে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি।
সাংসদ জানান, “বহুদিন ধরেই চা বাগানের শ্রমিকরা অভিযোগ জানাচ্ছেন যে, তাঁদের বেতন থেকে নিয়মিতভাবে প্রভিডেন্ট ফান্ড কাটা হলেও তা নির্দিষ্ট পিএফ অ্যাকাউন্টে জমা হচ্ছে না। এর ফলে অবসরের পর তাঁরা বিপুল ক্ষতির মুখে পড়ছেন। এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না।”
মনোজ টিগ্গা আরও বলেন, “আমি নিজে চা বাগান থেকে উঠে আসা শ্রমিক পরিবারের ছেলে। কোনো মালিক যেন শ্রমিকদের ঘাম ঝরানো অর্থ আত্মসাৎ না করতে পারেন, তা নিশ্চিত করাই আমার কর্তব্য। আমি বারবার পিএফ দপ্তরে এসেছি, কিন্তু কোনো অগ্রগতি হচ্ছে না। এবার প্রয়োজনে হাইকোর্টের দারস্থ হব।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেসব মালিক পিএফের টাকা জমা দিচ্ছেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অন্যদিকে, রিজিওনাল পিএফ কমিশনার পবন কুমার বনশাল জানান, “বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিকদের স্বার্থে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, তার জন্য দপ্তর সদা সচেষ্ট।”
চা শ্রমিকদের অধিকার নিয়ে এই কণ্ঠস্বর আরও একবার প্রমাণ করল—সাংসদ মনোজ টিগ্গা শুধু মঞ্চে নয়, ময়দানেও লড়ছেন তাঁদের পাশে দাঁড়িয়ে। জেলা জুড়ে এই বৈঠকের বার্তা ছড়িয়ে পড়তেই শ্রমিক মহলে জেগেছে এক নতুন আশার আলো।