আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী

জলপাইগুড়ি, ২২ ফেব্রুয়ারি: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করল মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী। একুশে ফেব্রুয়ারি সংগঠনের মহড়া কক্ষ “বান্ধব নাট্য সমাজের” মিনিহলে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান।

প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে শুরু হয় উদযাপন। এরপর প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণে তার কালজয়ী গান “আমি বাংলায় গান গাই” পরিবেশন করে শিশু-কিশোর বিভাগের শিল্পীরা। উদ্বোধনী সংগীতের সুর বেঁধে দেন শ্রেয়া পাল, অনুষ্কা মালাকার, রুশিকা মণ্ডল, শ্রেয়া রায় ও ত্রিয়াসা সরকার। তাদের সমবেত নৃত্যানুষ্ঠান উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।

আবৃত্তি পরিবেশন করেন— ইয়ান ধর, রিতিকা দত্ত, সৌরভ দাস, কাজল দাস প্রমুখ।

বিশেষ আকর্ষণ ছিল শ্রুতি নাটক ও কাব্যনৃত্য পরিবেশনা। মুক্তাঙ্গনের নির্দেশক রীনা ভারতীর কণ্ঠে পরিবেশিত হয় অমিত কুমার দে-র রচিত শ্রুতি নাটক ‘২১ আজ সালমার চোখে’, যা দর্শকদের মুগ্ধ করে। এরপর পরিবেশিত হয় “অমর একুশে”, যা বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাসকে জীবন্ত করে তোলে।

Muktangan Theatre Group celebrates International Mother Language Day

কাব্য-নৃত্য শ্রুতি আলেখ্য ‘অমর একুশে’ রচনা ও সংকলন করেন মানস ভৌমিক এবং প্রয়োগ করেন রীনা ভারতী। এতে বরকত, জব্বার, রফিক, সালামসহ অসংখ্য ভাষাসংগ্রামীর লড়াই, মিছিল, প্রতিবাদ ও আত্মত্যাগের চিত্র ফুটে ওঠে।

মঞ্চে অভিনয় করেন— গৌরব চক্রবর্তী, অদিতি ভৌমিক, সহেলী মল্লিক, সুমন্ত রায়, তাপসী সরকার ও সুমিত দে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরব চক্রবর্তী।

মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর মাতৃভাষা দিবস উদযাপনের মূল বার্তা ছিল— “বাংলা ভাষা দীর্ঘজীবী হোক!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *