বিশ্বজিৎ নাথ, কলকাতা : সোমবার সন্ধের পর থেকে থেকে নিখোঁজ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। উত্তর চব্বিশ পরগনার বীজপুরের বাড়ি থেকে তিনি নিরুদ্দেশ হয়েছেন। বাবার সন্ধান পেতে রাতেই এয়ারপোর্ট থানায় মিসিং ডায়েরি করেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। যদিও রাতেই দিল্লি বিমানবন্দর থেকে মুকুল রায়কে বেরোতে দেখা গেছে। মঙ্গলবার কাঁচড়াপাড়ার বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে মুখ খুললেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তার দাবি, বাবার মানসিক পরিস্থিতি ঠিক নয়। কিন্তু একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়। শুভ্রাংশু রায়ের অভিযোগ, কিছু রাজনৈতিক দল বাবাকে নিয়ে নোংরা খেলায় মেতেছে। বিরোধীদের টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারন, যেভাবে তৃণমূল দলটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাকে আটকাতেই নোংরা রাজনীতি করা হচ্ছে। তবে তার বাবা বিজেপিতে যোগ দিলেও তৃণমূলে কোনও প্রভাব পড়বে না বলে এদিন সাফ জানিয়ে দিলেন শুভ্রাংশু রায়। তার কথায়, তিন বছর আগের মুকুল রায়ের সঙ্গে এখনকার মুকুল রায়ের বিস্তর ফারাক। ২০২১ সালেও মুকুল রায় বিজেপিতে ছিলেন। কিন্তু তাতে তৃণমূলে কোনও প্রভাব পড়েনি। উল্টে আসন সংখ্যা অনেক বেড়েছে।
