শিলিগুড়িতে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযানে পুরনিগম

শিলিগুড়ি: শহরকে প্লাস্টিকমুক্ত করতে ফের সক্রিয় হল শিলিগুড়ি পুরনিগম। শুক্রবার খালপাড়ার এম.আর. রোড সংলগ্ন একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়।

পুরনিগমের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধে প্রচার অভিযান চালানো হলেও, শহরের বাজারগুলিতে অবৈধভাবে এই ব্যাগের ব্যবহার অব্যাহত রয়েছে। তাই এবার সরাসরি গোডাউনগুলিতে অভিযান চালিয়ে মূল জোগান বন্ধ করার কৌশল নিয়েছে পুরনিগম।

পুরনিগমের স্যানিটারি ইন্সপেক্টর মৃগাঙ্ক দে জানান, “আমাদের অভিযান চলতেই থাকবে। এর আগে শহরের বাজারগুলিতে অভিযান চালানো হয়েছিল। এবার মূল জোগানের উৎস বন্ধ করতে গোডাউনগুলিতে অভিযান শুরু করেছি।”

Municipal Corporation launches campaign against plastic carry bags in Siliguri

শহরবাসীকে প্লাস্টিক ব্যবহার না করার আহ্বান জানিয়ে পুরনিগম জানিয়েছে, এই অভিযান আরও কঠোর হবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *