জলপাইগুড়ি দিনবাজারে পুরসভার উচ্ছেদ অভিযান, “ভোটার, আধার কার্ড নেই, এরা কারা?” প্রশ্ন উপ পুরপিতার!

জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরের অন্যতম বাণিজ্যকেন্দ্র দিনবাজারে পুরসভার রাস্তা দখল করে চলছে ব্যবসা। বারবার সর্তক করার পরেও ব্যবসায়ীরা দোকান সরিয়ে নিচ্ছেন না। সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে ফের পুর কর্তৃপক্ষ অভিযানে নামল। একাধিক দোকানের সামনের অংশ ভেঙে দেওয়া হল। পুরসভার দাবি, দোকান রয়েছে ভিতরে। ওই দোকানের সামনে পুরসভার রাস্তা কিংবা জায়গা দখল করে দোকানের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এর জেরে রাস্তা সংকীর্ণ হচ্ছে, যাতায়াতের সমস্যা হচ্ছে সকলের।

উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরেই জলপাইগুড়ি পুরসভা দিনবাজারে অবৈধ দখল মুক্ত করার অভিযান চালিয়ে যাচ্ছে। বারংবার এই বিষয়ে নির্দিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করার পরেও অবস্থা তথৈবচ। সেই কারণেই সোমবার পুরমাতা পাপিয়া পাল, উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী পুলিশ নিয়ে অবৈধ দখল অভিযানে নামেন।

এদিন দিনবাজার এলাকায় পেভার্স ব্লক দিয়ে রাস্তা এবং মাছ বাজারে টিনের শেড তৈরি করার পরিকল্পনা জানানো হয়। এ দিনের অভিযানে পুরসভার নজরে পরে এ রাজ্যের বাসিন্দা না, নেই আধার কার্ড নেই ভোটার কার্ড কিন্তু শহরের রাস্তা দখল করে রীতিমতো ব্যবসা করে যাচ্ছেন। এরা কারা কোথা থেকে এসেছে পুরসভার তরফে এই ধরণের ব্যবসায়ীদেত চিহ্নিত করা হবে জানালেন পুরসভার উপ পুরপিতা সৈকত চ্যাটার্জী।

পুরমাতা পাপিয়া পাল বলেন, “দোকান রয়েছে ভিতরে, অথচ রাস্তা দখল করে সামগ্রী রাখা হচ্ছে। বারবার বলা সত্ত্বেও ব্যবসায়ীরা কথা শুনছেন না। এই কারণে অভিযান চালিয়ে অবৈধ দখল সরানো হয়েছে।”

পুরসভা আরও জানিয়েছে, নিয়মিত এই ধরনের অভিযানের মাধ্যমে শহরের যাতায়াত ব্যবস্থা উন্নত করা হবে এবং যাঁরা অবৈধভাবে ব্যবসা চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের সময় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা থাকলেও শহরের সুশৃঙ্খলতা বজায় রাখতে এই পদক্ষেপ জরুরি বলে মনে করেন পুর কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *