স্কুলে রহস্যজনক হানা; গ্রিল ভেঙে ১০ আলমারি তছনছ! চুরি নাকি গোপন ফাইলের সন্ধান? চাঞ্চল্য মোহিতনগরে

জলপাইগুড়ি : রবিবার সকালে জলপাইগুড়ি শহর লাগোয়া মোহিত নগর কলোনির তারাপ্রসাদ বালক ও বালিকা বিদ্যালয়ে ঘটে গেল এক রহস্যজনক ঘটনা। স্কুলের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার জানান, সকালে খবর পেয়েই তিনি স্কুলে ছুটে আসেন। তাঁর কথায়, দুষ্কৃতীরা গ্রিল ভেঙে ভেতরে ঢুকে ১০টি আলমারির তালা ভেঙে তছনছ করেছে। তবে এখনও নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না, ঠিক কী কী খোয়া গেছে।

স্কুলের সহকারী শিক্ষক দীপু চন্দ্র রায় জানান, শুধু চুরি নয়, দুষ্কৃতীরা প্রতিটি আলমারির ফাইলপত্র উলটেপালটে দেখেছে। এমনকি, ঢুকেই সিসি ক্যামেরাগুলি ভেঙে ফেলে দেয়। তিনি বলেন, “যে আলমারিগুলো খুব শক্ত ছিল, সেগুলোও খুলে ফাইলপত্র খোঁজা হয়েছে। উদ্দেশ্য কী—সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।”

চুরি, নাকি অন্য কোনও গুরুত্বপূর্ণ তথ্যের খোঁজে এই অভিযান? গোটা এলাকায় এখন জল্পনা তুঙ্গে। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *