ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের রাস্তায় একাধিক বস্তায় নতুন জুতো ঘিরে রহস্য! আবার কেউ কেউ ভয় পাচ্ছে ভাইরাসের!

১৮ মে, জলপাইগুড়ি: সকালের আলোয় রাস্তার ধারে কিছু একটা ঝকঝক করছে দেখে এগিয়ে যান অমরখানার বাসিন্দা রাজকুমার রায়। গিয়ে দেখেন, বস্তা ফেটে চারদিকে ছড়িয়ে রয়েছে রঙিন নতুন জুতো! প্রথমে কৌতূহল, পরে অবাক বিস্ময়—আর এখন? এখন গোটা নগর বেরুবাড়ি জুড়ে একটাই প্রশ্ন—এত এত নতুন জুতো এল কোথা থেকে?

ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই অঞ্চলের চা-বাগান, চাষের জমি থেকে শুরু করে রাস্তার ধারে মিলছে শত শত জুতো। এক একটি বস্তায় প্রায় শতাধিক করে জুতো! ঝা চকচকে অবস্থায় জুতোগুলো দেখে কেউ কেউ লুঠ করতে ব্যস্ত হয়ে পড়লেও, অনেকেই চিন্তিত—জুতোয় কি লুকিয়ে রয়েছে কোনো ভাইরাস?

স্থানীয়দের বক্তব্য, এইসব জুতো হয়তো সীমান্তপারের কোনো অবৈধ চক্রের ফেলে যাওয়া। কেউ কেউ আরও একধাপ এগিয়ে বলছেন, “বাইরের জিনিস, এর ভেতর দিয়ে যেন কোনও অজানা রোগ না ঢুকে পড়ে!”

Mystery surrounds new shoes in multiple bags on the road of a village on the India-Bangladesh border!

গ্রামের এক বাসিন্দা কমল চন্দ্র রায় জানালেন, “যে রকম ভাবে রাস্তার পাশে ছড়িয়ে আছে বস্তাগুলো, তাতে মনে হচ্ছে পরিকল্পনা করেই ফেলা হয়েছে। এখন এটা যদি কোনো সংক্রামক ছড়ানোর মাধ্যম হয়, তবে বড় বিপদ হতে পারে।”

চাঞ্চল্য ছড়ানো এই ঘটনায় এখন প্রশাসনের হস্তক্ষেপ চাইছে স্থানীয় বাসিন্দারা। তাঁরা চাইছেন, জুতোগুলোর উৎস খুঁজে বের করুক প্রশাসন এবং সেগুলো নিয়ে গিয়ে নষ্ট করে ফেলা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *