বিকাশ সরকার, হলদিবাড়ি, ৯ আগস্ট’২৩ :
জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৭। তৃনমুলের দখলে ৮, বিজেপির দখলে ৬ ও সিপিআইএম এর দখলে ৩,। বিজেপি এবং সিপিআইএম যৌথভাবে দখল করলো পঞ্চায়েত বোর্ড। সিপিআইএমের প্রার্থী প্রমিলা রানী বর্মন প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিলীপ কুমার দাস উপপ্রধানের দায়িত্ব ভারত গ্রহণ করেছেন। নবনির্বাচিত উপপ্রধান দিলীপ দাস বলেন আমরা মানুষের স্বার্থে কাজ করাটাই আমাদের মূল উদ্দেশ্য। তিনি আরো বলেন সকলকে অভিনন্দন জানাই।
