বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২২ আগস্ট : শিয়ালদহগামী লোকাল ট্রেন থেকে ছয় কেজির বেশি গাঁজা-সহ দুই মহিলাকে সোমবার গ্রেপ্তার করলো নৈহাটি জি আর পি থানার পুলিশ। ধৃতদের নাম সোমা দাস ও কল্যাণী দাস। গোপন সূত্রে খবর পেয়ে নৈহাটি জি আর পি থানার পুলিশ শিয়ালদহগামী ডাউন গেদে লোকালে উঠে ওই দুই মহিলার কাছ থেকে তিনটে প্যাকেটে মোড়া গাঁজা বাজেয়াপ্ত করে। এরপর রেলপুলিশ ওই দুই মহিলাকে কাঁকিনাড়া স্টেশনে নামায়। ধৃতেরা রেলপুলিশকে জানিয়েছে, রানাঘাট থেকে তারা ট্রেনে চেপেছে। বিধাননগরে তারা গাঁজা পাচার করতে যাচ্ছিল। গাঁজা পাচার চক্রে আর কারা জড়িত, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে নৈহাটি জি আর পি থানার পুলিশ।
