নৈহাটিতে রেলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক ঠিকা শ্রমিক

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৮ ডিসেম্বর’২৩ : নৈহাটি স্টেশনের চারনম্বর প্লাটফর্মে ওভারহেড লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম এক ঠিকা কর্মী। শুক্রবার বেলার ঘটনা। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের নাম সুদীপ্ত হালদার ( ৩০)। তাঁর বাড়ি দক্ষিন ২৪ পরগনার ফলতায়। এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন নৈহাটি জিআরপি ও আরপিএফ থানার পুলিশ। গুরুতর জখম রেলের ওই ঠিকা কর্মীকে রেল পুলিশ উদ্ধার করে প্রথমে নৈহাটি পৌরসভার মাতৃসদন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *